খুব হতাশ জীবন নিয়ে? 

জীবন

 

খুব হতাশ জীবন নিয়ে?

ঠিক কেমন লাগছে বলুন তো?
শরীর ঠিক সায় দিচ্ছে না ! হাত পা মরে মরে আসতেছে! চোখ বুঝে আসতেছে! পায়ের নিচের মাটি সরে সরে যাচ্ছে। পুরো পৃথিবী ঘুরছে। ঠিক যেনো কোন কিছুতে কনসেন্ট্রেশন ধরে রাখা যাচ্ছে না!
.
নাকি ঠিক কেমন লাগছে নিজেই বুঝে উঠতে পারছেন না?
.
আপনার এখন কি করা উচিত? জানেন না তাই তো? লড়াই করার আর কোন শক্তি অবশিষ্ট নেই?
.
যদি মনে করেন আপনি লড়াই করতে জানেন না তবে আপনার পৃথিবীতে বেঁচে না থাকাই উচিত!
.
একটু থামুন !
ভাবুন!
এবার পড়ুন!
.
আপনার জন্মেরও আগে আপনি যখন শুক্রানু ডিম্বানুতে বিভক্ত ছিলেন তখন আপনার কম্পিটিটর কজন ছিলো জানেন? প্রায় ১০ লক্ষ !
.
সেই ১০ লক্ষ থেকে একমাত্র আপনিই ডিম্বানু পর্যন্ত পৌছাতে পেরেছিলেন!
.
আপনি লড়াই করে পৌছালেন, নিষেক হলো ! এরপর আপনাকে আরো ৪০-৪২ সপ্তাহ লড়াই করতে হলো! একবার হার মানলেই আপনি ফিনিশড হয়ে যেতেন। আপনার যুদ্ধ ছিলো নিজের সাথেই, বেঁচে থাকার যুদ্ধ!
.
এরপর যুদ্ধ করে পৃথিবীতে আসলেন। শত শত জীবানু আপনাকে ঘিরে ধরলো। একটা জীবানুই যথেষ্ট ছিলো আপনাকে শেষ করে দেয়ার জন্য। আপনি দেহ কোষেরা হার মানেননি বলেই ঠিকে রইলেন। বড় হলেন!
.
জীবন এর বেশ কয়েকটা দশকে যতোবার বাধা এসেছে খেয়াল করে দেখুন কেউ আপনাকে সাহায্য করে নি। নিজের যুদ্ধ নিজেই জিতে এসেছেন। বয়স বাড়ার সাথে সাথে পরীক্ষার, যুদ্ধের ধরনটা বদলেছে শুধু। সেই একই মানুষ একেক সময়ে একেক রূপে একেকভাবে যুদ্ধ জিতে এসে তবেই এই পোস্টটা পড়ছেন।
.
আপনি ভীরুদের দলভুক্ত নন।
কখনোই নন!
আপনি জন্মযোদ্ধা!
হয়তো ক্ষণিকের জন্য নিজের অস্ত্রে মরচে পড়ে গিয়েছিলো।
হয়তো একটু আলসেমি চলে এসেছিলো।
এটাই পারফেক্ট টাইম! এটা মানে এই মুহূর্ত থেকে!
.
পৃথিবীকে আরেকবার প্রমান করুন আপনি হারার জন্য নয়, জেতার জন্যই জন্মেছেন। শেষ জয়টা আপনারই হবে!
.
জেগে উঠুন!
আপনার সফলতার অপেক্ষায় রইলাম!

©রাকিব আদনান চৌধুরী

(ফেসবুক গ্রুপঃ বৃহস্পতিবারের চিঠি থেকে )

Photo by Glenn Carstens-Peters on Unsplash

Related posts

Leave a Comment