যক্ষা কথন (শহরের যে কেও টিবি বা যক্ষা তে আক্রান্ত হতে পারে)

যক্ষা কথন

যক্ষা কথন (শহরের যে কেও টিবি বা যক্ষা তে আক্রান্ত হতে পারে)

(Tuberculosis -যক্ষ্মা)

গল্প দিয়েই শুরু করি ~~~~~~~~~
অধ্যাপিকা ডাঃ সোহানা কামাল তার ডাক্তার ছেলের জন্য তারই হাসপাতালের এক সুন্দরী ডাক্তার মেয়েকে পাত্রী হিসেবে ঠিক করলেন। মেয়েটি যেমন মেধাবী তেমনই কর্মঠ । স্বচ্ছল পরিবারের মেয়ে; বাবা মা দু’জনেই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। হৃদিতা তাদের একমাত্র মেয়ে; পোস্টগ্রাজুয়েসনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

ওদিকে যে পাত্রের সাথে হৃদিতার বিয়ের কথা চলছে সে এফসিপিএস (মেডিসিন) ইতিমধ্যেই পাশ করে ফেলেছে। সাথে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এখন ঢাকার কাছেই এক উপজেলায় সদ্য মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছে। নাম রাবিদ।

হৃদিতাকে রাবিদের পছন্দ হয়েছে। হৃদিতারও রাবিদকে।

সোহানা ছেলের বিয়ে নিয়ে স্বামীর সাথে আলোচনা করল। তিনি বললেন তোমার দেখা মেয়ে আর আপত্তি কি; কথাবার্তা পাকা করে ফেল। রাবিদের বাবাও ডাক্তার।

পরদিন হাসপাতাল থেকে সোহানা মনখারাপ করে বাসায় ফিরল। মুখ একদম কাল। স্বামী জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার এত মন খারাপ কেন? সোহানা বলল আর বলোনা এত পছন্দ করে ছেলের জন্য মেয়ে ঠিক করলাম অথচ সে মেয়ে নাকি অসুস্থ; তার টিবি হয়েছিল। আমার বান্ধবী শায়লা বলল হৃদিতার নাকি কয়েকবছর আগে টিবিরোগ হয়েছিল; ওর হাজব্যান্ড তার চিকিৎসা করেছিল।
রাবিদের বাবা বললেন তাতে কি হয়েছে? ওতো এখন সুস্হ। সমস্যা কি বিয়েতে? সোহানা বলল, না কোন টিবিরোগী আমি ছেলের বউ হিসেবে ঘরে আনব না; তা সে যত সুন্দরীই হোক। আমার একটা মাত্র ছেলে; আমি আরো দেখেশুনে মেয়ে আনব।
রাবিদের বাবা বললেন হৃদিতাতো এখন রোগী নয়। ও সম্পূর্ণ সুস্হ। সোহানা বলল না হোক রোগী; ওর আবার টিবি হতে পারে। আর ওর থেকে আমাদের টিবি হবে; আমার নাতিপুতিরও হবে; কারণ টিবি একটা ছোঁয়াছে রোগ। রাবিদের বাবা ডাঃ কামাল; একজন অবসরপ্রাপ্ত টিবিরোগ বিশেষজ্ঞ। তিনি বললেন, এমন ধরণের কোন সম্ভাবনাই নেই।
সুস্হ টিবিরোগী মানে একজন সম্পূর্ণ সুস্হ মানুষ। তার পুনর্বার টিবি হবার সম্ভাবনা অন্য সুস্থ মানুষের চেয়েও কম। কারণ সুস্হ হয়ে যাওয়া টিবিরোগীর টিবিরোগ প্রতিরোধ ক্ষমতা অন্য সবার চেয়ে বেশি।
এবার ডাঃ কামাল সোহানাকে বললেন, আচ্ছা মেয়েটির যদি হাই ব্লাডপ্রেসার, ডায়াবেটিস কিংবা অ্যাজমা রোগ থাকত, তাহলে কি করতে ? নিশ্চয়ই না করতে না!
এবার বল সুস্হ টিবিরোগে ভোগা মায়ের থেকে সন্তানের টিবি হবার সম্ভাবনা বেশি নাকি ডায়াবেটিস হাইপ্রেসার বা অ্যাজমাটিক মায়ের থেকে ডায়াবেটিস প্রেসার কিংবা অ্যাজমা হবার সম্ভাবনা বেশি ?
সুস্হ টিবিতে ভোগা মা নাতিপুতিরে টিবি দিবেনা কিন্তু
ডায়াবেটিক মা ……………. ?
অ্যাজমাটিক মা …………… ?
হাইপ্রেসারের মা ………… ?
ডাঃ সোহানা স্বামীর কথা শুনে সব মিলিয়ে দেখেশুনে শেষতক হৃদিতাকে পুত্রবধূ করে আনতে রাজী হলেন। রাবিদ সব জানার পর বলল আমারতো কোন আপত্তিই নেই মা। বাবা তোমরা আগাতে পার ~~~~~~~~~~

***টিবি এবং এমডিআর টিবি বিষয়ে ধারাবাহিকভাবে লিখবার আশা রাখি। সবার সহযোগিতা কামনা করছি ***

 

ডা. মোঃ ওয়াহিদুজ্জামান আকন্দ
সিনিয়র কনসালটেন্ট (রেসপিরেটরী মেডিসিন)
জাতীয় ঔষধ প্রতিরোধী যক্ষ্মা বিষয়ক সমন্বয়ক

 

Related posts

Leave a Comment